30
Apr

লড়েই দেখনা, ঠিক জিতে যাবেl শুভেচ্ছা রইল – বাই দ্যা ওয়েl বিজয়ী ভব!

মিথ্যে বদনামের কাদা হয়তো আর উড়বে নাl হাততালির প্রশংসা হয়তো আর শোনা যাবে নাl জয়ের মুকুট কিন্তু চিরটা কাল তোমারই মাথায় থেকে যাবেl উপস্থিতি তার নিজের অস্তিত্বে খুঁজে পাবেl একবার লড়েই দেখনা, ঠিক জিতে যাবেl শুভেচ্ছা রইল – বাই দ্যা ওয়েl বিজয়ী ভব!