17
Oct

বেঙ্গলি গুড মর্নিং কোটস

19)

যে তোমার কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য নয়, তার কাছ থেকে সম্মান পাওয়ার বৃথা আশা মনে পুষে রাখার ভুল ক’রোনা!

18)

আচ্ছা, এই যে এরা, এরা কি আমার জন্মান্তরের সঙ্গী? নাকি এই প্রথম দেখছে আমাকে?
এই যে বাতাসl এ কি এইভাবে ছুটে এসে আলিঙ্গনে নিয়েছে আমাকে – এই প্রথমবার? নাকি এর আগেও কখনো?
আমার আনন্দlশ্রুর সঙ্গে মিশেছে এই আকাশ থেকে ঝাঁপিয়ে পড়া বৃষ্টির ফোঁটা – এই প্রথমবার? নাকি এর আগেও কখনো?
রোদের ছোঁয়া রক্তিম আভা এনেছে আমার গালে, উত্তপ্ত করে তুলেছে আমার ওষ্ঠ যুগলকে উষ্ণ চুম্বনে – এই প্রথমবার? নাকি এর আগেও কখনো?
শক্ত মাটির কঠিন স্পর্শ থেকে আমার পদযুগলকে বাঁচাতে মাঠে নেমেছে স্বয়ং শিশিরl ভিজিয়ে দিয়েছে ঘাসের কার্পেট কে, বিছিয়ে দিয়েছে আমার পায়ের নিচে – এই প্রথমবার? নাকি এর আগেও কখনো?
কে বলে দেবে আমাকে? হায়, কেন আমি জাতিস্মর হলাম না!

17)

যাকে মন – এ রাখার যোগ্য মনে করো না, তাকে মনে রাখার কিংবা মনে করার দরকারটা কি?  –  কথাটা বললাম বলে কিছু মনে করো না!

16)

বেশ, এবার থেকে আইন মেনে তোমার সামনেও মুচকি হেসে বলবো – I am fine! তখন যেন বলোনা -‘ হে ভগবান! তুমিও কিনা শেষ পর্যন্ত মিথ্যে বলতে শিখে গেলে! এমনকি আমাকেও মিথ্যে বলছো আজকাল!’

15

একদিন হয়তো তোমাকে ঠিক ঠিক ভাবে বুঝে উঠতে পারবl সেই দিন হয়তো তোমাকে পুরোপুরিভাবে ভালোবেসে উঠতে পারবl – অন্তত; সেই আশা নিয়েই বেঁচে চলেছি তোমাকে – মাই ডারলিং জিন্দেগিl

14)

দুঃসময়ে যাদের পাশে পাওয়া যায়,তাদের সবাই পরহিতৈষী হয় না বন্ধু! সুযোগসন্ধানীদের সময় থাকতে চিনে নিতে না পারলে, নিজের ক্ষতি এড়ানো সম্ভব হয় নাl

13)

কাঁপিয়ে এসে ঝাঁপিয়ে পড়েl ধরা দিই আলিঙ্গনেl চুম্বন সেরে সরে পড়েl আর ফিরে আসে নাl আসে নতুন ঢেউ,নতুন উদ্যম নিয়েl পুনরাবৃত্তি ঘটে চলে সাগর পাড়ে পড়ে থাকা বালির মতো আমার জীবনে!

12)

শান্ত থাকা আর শান্তিতে থাকা বোধহয় এক নয়! তাই না?

11)

 মিথ্যে হাসি কি করে সত্যি খুশির পরিচয় বহন করে, করতে পারে, তা আমি আজও বুঝে উঠতে পারলাম না!   
10)

 নিছক কল্পনাকে পরিশীলিত পরিকল্পনায় পরিণত করার জন্য প্রয়োজনীয় উপযুক্ত পরিবেশ,পরিস্থিতি  জন্ম নেয় যে পরীর ছোঁয়ায়, তার পরিচয় ও ঠিকানা জানা থাকলে, আমাকে একটু জানিয়ে দিওl  এই পরিপ্রেক্ষিতে আগে থাকতে ধন্যবাদ জানিয়ে রাখলামl
9)

 তুমি সময় খরচ করছনা বন্ধু,বরং সময়ই তোমাকে খরচ করছে –  একটু একটু করেl অনুধাবন করে সত্যটাl 
8)

 ভেবেচিন্তে,মেপেজুপে খরচ করো তোমার সময়l  কারণ, একবার খরচ হয়ে গেলে আর ফিরে পাবেনা!
7)

আমি যে একজন নির্বোধ, এই ভুল তথ্যটা সাতসকালে তোমাকে কে সরবরাহ করলো,  বলো দেখি একবার!  যাইহোক, ভুল ধারণাটাকে আঁকড়ে ধরে থেকো নাl, বদলে ফেলোl বুঝলে!  আমার শুভেচ্ছা রইলোl শুভ সকাল!
6)

 ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা তোমার আছেl  আমার আছে সত্য আর সততার স্বল্প পুঁজির সৎ সম্বল!
5)

 ভাবগতিক তো কিছু ভালো বুঝিনা মনেরl  কারণে নয়, অকারণেই শুধু তোমার কথা মনে করে  চলে সদা সর্বদাl  কি ব্যাপার বলতো?  সঠিক উত্তরটা খুঁজে এনে দিতে পারলে, একটা চুমু দেবোl কথা দিচ্ছি!
4)

 তোমার জীবন রাষ্ট্রের একমাত্র চির নাগরিক, স্থায়ী বাসিন্দা তুমিl  বাকি সবাই পর্যটক এর ভিসা ধারীl
3)

 ঘৃণা মানবকে রূপান্তরিত করে দানবেl আর ভালোবাসা অতি মানবেl  – সুনিশ্চিত ভাবে!
2)

 ভালোবাসতে জানি আমিl  ঘৃণা করতেও শিখে গেছিl  আনন্দ, যত্ন  দিতে আর নিতে জানিl  গৌরবের সঙ্গে আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠl  লজ্জা পেতেও জানিl  তবে সে মিষ্টি লজ্জা, লজ্জাজনক লজ্জা নয়!

 1)

 যোগাযোগ থাকা না থাকার সঙ্গে সম্পর্ক থাকা না থাকার আদৌ কোন সম্পর্ক আছে কি?  কি জানি! ঠিক বুঝে উঠতে পারিনা!