12
Jun

‘বাপ বাপ’ করে পালিয়েছে!

ডাক্তার বাবু – বলুনl
রোগী – আমার পেট ব্যথা হচ্ছিলl তো, আপনি আমাকে প্রথমে একটানা ১০ দিন দুটো করে রসগোল্লা খেতে বসলেনl খেলামl তারপরে টানা ১০ দিন নিম পাতা চিবিয়ে খেতে বললেনl খেলামl
ডাক্তার বাবু –
তা , এখন কেমন আছেন?
রোগী – সেটা বলতেই তো এসেছিl আমার পেটের ব্যথা একেবারে সেরে গেছেl
ডাক্তার বাবু – খুব স্বাভাবিকl আপনার পেটের পোকাগুলো রসগোল্লার মিষ্টি স্বাদে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তাই, নিমপাতার স্বাদ পেতেই ‘বাপ বাপ’ করে পালিয়েছে!