06
Dec

কারণ, আমার বাড়ির পাশে একটা গোয়াল ঘর আছেl যেখানে থাকে একটা কালো গরু!

রাম বাবু – আমার স্ত্রী বুড়ি হয়ে গেছে, দেখতেও কুৎসিত হয়ে গেছেl আর ওর মুখের দিকে তাকাতেও ইচ্ছে করেনাl
যদু বাবু – একই সমস্যা আমারও ছিলl এখন আর নেইl
রাম বাবু – কি করে?
যদু বাবু – আমি বাড়িতে চশমা পরা বন্ধ করে দিয়েছিl এখন বউয়ের দিকে তাকালে মনে হয়, পাশের বাড়ির সুন্দরী বউটার দিকে তাকাচ্ছিl তাই এমন আবছা লাগছেl
রাম বাবু – এই পদ্ধতি আমার কাজে লাগবে না ভাইl কারণ, আমার বাড়ির পাশে একটা গোয়াল ঘর আছেl যেখানে থাকে একটা কালো গরু!